যুক্তরাষ্ট্রে সিনহার তিনতলা বাড়ির সন্ধান! দুদক কি করবে?

Published On Mar 27, 2022

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) তিনতলা একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। ২৭ মার্চ রোববার দুর্নীতিবিরোধী সংস্থাটির সূত্রে এই তথ্য জানা গেছে। অবৈধ উপায়ে অর্জিত অর্থে বাড়িটি ক্রয়ের অভিযোগে সিনহা ও তার ভাই অনন্ত কুমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক।

কমিশন সূত্রে জানা যায়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্যের জন্য চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। অনুসন্ধান কর্মকর্তার পাঠানো চিঠির জবাবে যুক্তরাষ্ট্র থেকে এস কে সিনহার তিনতলা বাড়ি কেনার রেকর্ডপত্র পেয়েছে দুদক!!  

এস কে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা যুক্তরাষ্ট্রে একজন ডেন্টিস্ট হিসেবে কর্মরত।যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য ১ লাখ ৮ হাজার ৭৫০ ডলার ঋণ নিয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে একটি বাড়ি কেনেন তিনি। এরপর ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার ক্যাশ দিয়ে আরেকটি বাড়ি কেনেন। দুদক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত নিউজার্সির প্যাটারসনে অবস্থিত ভ্যালি ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে ১ লাখ ৯৬ হাজার ৪৫৮ ডলার জমা হয়। এ ছাড়া ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত ৬০ হাজার ১০ ডলার জমা হয়। এসব ডলার ইন্দোনেশিয়া ও কানাডার রয় গ্রুপের কাছ থেকে পাওয়া। বাংলাদেশী আমেরিকান ডেন্টিস্টগণ নিজস্ব পেশায় খুবই ভাল করছেন এবং তাদের অনেকের বিভিন্ন স্থাবর সম্পত্তি রয়েছে। অনন্ত কুমার সিনহার ক্রয়কৃত সম্পদের সাথে সুরেন্দ্র সিনহা কিভাবে জড়িত? তাছাড়া সুরেন্দ্র সিনহার নামের অনুসন্ধানে অনন্ত কুমার সিনহার নাম কিভাবে আসে?

সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় অবৈধভাবে অর্থ উপার্জন করে ভোগদখলে রেখে এবং অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করে ২ লাখ ৮০ হাজার ডলার পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে!

ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নামে-বেনামে সম্পদ অর্জনের অভিযোগে এর আগে সাবেক এই প্রধান বিচারপতিসহ তার আত্মীয়স্বজনের বিরুদ্ধে কয়েকটি মামলা করে দুদক।এর মধ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাতের মামলায় সিনহার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।