যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ
Published On Apr 10, 2021
গত ৪ঠা অক্টোবর ২০২০ রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পার্টি সেন্টারে এক অনাড়ম্বর পরিবেশে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির ২০২০-২০২২ মেয়াদের কার্যকরী কমিটির শপথ গ্রহণ সুসম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ গাজীপুরের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান। পরিচালনা করেন সাইয়িদ নোমান।
মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা ওয়াসি চৌধুরী, সংগঠনের আজীবন পৃষ্ঠপোষক মোয়াজ্জেম হুসেন সাজু, সুনামগঞ্জ সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, নবনির্বাচিত সভাপতি মোঃ আমীর ফারুক তালুকদার ও সাব্বির কাজি আহমেদ।
নবনির্বাচিত কমিটির ১৯ জনের মধ্যে মহিলা সম্পাদক কামরুন নাহার মিনু অসুস্থতার জন্য অনুপস্থিত হলেও অন্যান্য ১৮ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি মোঃ আমীর ফারুক তালুকদারকে শপথ পাঠ করান সাব্বির কাজি আহমেদ। অন্যান্য ১৭ জন কর্মকর্তাকে শপথ করান সভাপতি মোঃ আমীর ফারুক তালুকদার।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের অতীত স্মরণে রেখে মূলধারায় হবিগঞ্জবাসিকে উপস্থাপনসহ সামাজিক যোগাযোগের এক নূতন দিগন্ত উন্মোচনের আশা ব্যাক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।