সন্ধ্যা মুখোপাধ্যায় অনেক শিল্পীর অনুপ্রেরণা-রুনা লায়লা
Published On Feb 16, 2022
জীবনে একবারই বাংলা গানের দুই দিকপাল সন্ধ্যা মুখোপাধ্যায় ও রুনা লায়লার দেখা হয়েছিল। ৮ বছর আগে কলকাতায় তাঁদের প্রথম এবং শেষ দেখা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সেই আসরে সন্ধ্যা মুখোপাধ্যায় ও রুনা লায়লাকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তখন রুনা লায়লা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তাঁর এই চলে যাওয়াকে বাংলা গানের অপূরণীয় ক্ষতি বলে জানালেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
প্রথম আলোর সঙ্গে গতকাল সন্ধ্যায় আলাপে রুনা লায়লা বলেন, ‘চ্যানেল আই থেকে যখন কলকাতায় আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল, সেটা তাঁর হাত থেকেই নিয়েছিলাম। তার আগে ভারতের জি বাংলা চ্যানেলে আমি একটি গানের অনুষ্ঠানের বিচারক হয়েছিলাম। সেই অনুষ্ঠানের একটা পর্বে গজল গেয়েছিলাম। চ্যানেল আইয়ের অনুষ্ঠানে তিনি আমাকে বলেছিলেন যে তোমার ফোন নম্বর আমার কাছে থাকলে সেদিন সাথে সাথে ফোন করতাম এত সুন্দর করে গাওয়ার জন্য অভিনন্দন জানাতে। তাঁকে অনেক শিল্পী অনুপ্রেরণা হিসেবেই মানেন। তাঁর জন্য আমার শ্রদ্ধা আর প্রণাম রইল।’