সুফিয়া কাসেমের জন্য দোয়া কামনা
Published On Apr 20, 2022
মানবিক সকল গুণাবলী নিয়ে জীবন যাপন কারী হবিগঞ্জ জেলার নিউইয়র্ক প্রবাসী মিসেস সুফিয়া কাসেম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। অত্যন্ত অমায়িক ও আন্তরিক সুফিয়া কাসেম সকলের কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন- সর্বশক্তিমান আল্লাহ সহায়, তিনি কারো দুঃখের কারণ হয়ে থাকলে ক্ষমা করে দিবেন এবং আন্তরিকভাবে আমার জন্য দোয়া করবেন। তিনি পবিত্র আল কোরআনের আয়াত " ওয়ানুনাজ্জিলো মিনাল কোরআনি মা হুওয়া শিফাউ ওয়া রাহমাতুল্লিল মু'মিনীন" পড়ে বলেন, আল্লাহ সকল রোগমুক্তির মালিক। সাথে সকলের দোয়া আমার পাথেয় হবে।
মিসেস সুফিয়া কাসেম প্রবাসে হবিগঞ্জের প্রিয়মুখ বীর মুক্তিযোদ্ধা, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি, প্রগতিশীল রাজনীতিবিদ জনাব কাসেম আলীর সহধর্মিণী।
হবিগঞ্জের সকল নিউইয়র্ক প্রবাসীসহ হবিগঞ্জ জেলা সমিতি মিসেস সুফিয়া কাসেমের রোগমুক্তির জন্য দোয়া করছেন। আল্লাহ সহায়।