সৈয়দ শহিদুল হক আবদালের পরলোকগমন
Published On Jul 21, 2021
হবিগঞ্জ সদরের পইল সাহেব বাড়ির সন্তান নিউইয়র্ক প্রবাসী সৈয়দ শহিদুল হক আবদাল নিউইয়র্কে পরলোকগমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। তিন ছেলের পিতা আবদাল দীর্ঘদিন যাবত আমেরিকা প্রবাসী। প্রায় সাড়ে চার বছর পূর্বে কাজে যেতে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি কর্তৃক মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতাল ও নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ঈদের দিবাগত মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অত্যন্ত পরোপকারী, সজ্জন, মিশুক এবং ধার্মিক মরহুম আবদাল দেশে বিদেশে সকলের প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যুতে আত্মীয় ও বন্ধু মহল একজন ভাল মানুষ হারালো। তার অভাব সংশ্লিষ্ট সকলে খুবই স্মরণ করবেন।
আজ বুধবার জোহরের নামাজের পড় জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে নামাজে জানাজা শেষে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
আবদালের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতে দোয়া চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র হবিগব্জ জেলা সমিতি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে।