সৈয়দ মুশফিকের মুক্তির দাবিতে সাটিয়াজুরীতে বিক্ষোভ ও পথসভা

Published On Feb 12, 2022

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সুমন মিয়া এবং পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মুজিবুর রহমান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর হোসেন এবং সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুজ জাহির ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক মেম্বারসহ নেতাকর্মীরা।