প্রধানমন্ত্রীর নতুন প্যাকেজ, পাবেন নিম্ন আয়ের মানুষেরা
Published On Jul 13, 2021
নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ মঙ্গলবার এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধের জন্য ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্যই এ প্রণোদনা।
প্রধানমন্ত্রীর ঘোষণা করা প্যাকেজে প্রথমটিতে সহায়তা পাবেন দিনমজুর, পরিবহনশ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌপরিবহনশ্রমিকেরা। তাঁদের সংখ্যা ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন। তাঁরা পাবেন আড়াই হাজার টাকা করে। এর জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।