অবশেষে হবিগঞ্জে টিকা কার্যক্রম শুরু। প্রথমদিন নিলেন ৩৭০ জন
Published On Jul 13, 2021
হবিগঞ্জ জেলায় সিনোফার্ম’র ৩২ হাজার ৮শ’ ডোজ টিকা এসেছে। গত রোববার বিকেলে টিকাগুলো পৌঁছার পর গতকাল সোমবার জেলা ইপিআই ভবন থেকে টিকাগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়। জেলা স্বাস্থ্যবিভাগ থেকে জানা যায়, ৩২ হাজার ৮০০ ডোজ টিকার মধ্যে আটটি উপজেলায় বিতরণ করা হয়েছে ২৮ হাজার ৭শ’ ডোজ। বাকি চার হাজার একশ’ ডোজ টিকা সদর উপজেলার জন্য রাখা হয়েছে। সেগুলো হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রয়োগ করা হবে।
এর মধ্যে টিকা দেয়া হয়েছে- আজমিরীগঞ্জ উপজেলার ৩ হাজার ৮শ’ ডোজ, বাহুবলে চার হাজার একশ’ ডোজ, বানিয়াচংয়ে তিন হাজার নয়শ’, চুনারুঘাটে চার হাজার চারশ’ মাধবপুরে চার হাজার ছয়শ’, নবীগঞ্জে চার হাজার তিনশ’ এবং লাখাইয়ে তিন হাজার ছয়শ’ ডোজ।
এ ব্যাপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানন, জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা এবং টিকা কমিটির সদস্যরা টিকাগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। গতকাল থেকেই এই টিকাগুলো প্রয়োগ শুরু হয়ে গেছে।
এদিকে, গতকাল জেলায় টিকা নিয়েছেন ৩৭০ জন। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭৯ হাজার ৮২৮। এছাড়া ১ম ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৭৬৬, ২য় ডোজ ৪০ হাজার ৮৬৫ জন। বর্তমানে মজুদ ৪০ হাজার ১০২ ডোজ।