নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় সদ্য প্রবাসী ডাঃ সৈয়দ কেফায়েত উল্লাহর মর্মান্তিক মৃত্যু
Published On Apr 14, 2022
মৌলভীবাজারের স্বনামধন্য চক্ষু বিশারদ ডাঃ কেফায়েত উল্লাহ মিলাল (৫৯) গাড়িতে বাফেলো যাওয়ার পথে, বিকাল ৬:০৫ মিনিটের সময় নিউইয়র্কের লিভিংস্টোন কাউন্টির পেরী রোড ও রুট ৩৬ এর ইন্টারসেকশনে, পেরি রোডে বামে মোড় নেওয়ার সময়, বিপরীত দিক থেকে আগত লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
রমজানের কিছুদিন পূর্বে নিউ ইয়র্কে সপরিবারে অভিবাসিত ডাঃ মিলাল আত্মীয়দের দেখতে বাফেলো যাচ্ছিলেন। বাফেলো থেকে তাঁকে নেওয়ার জন্য সম্বন্ধী তুহিন এসেছিলেন অন্য একজন বন্ধুকে সাথে নিয়ে। তখন সেই বন্ধু গাড়ি চালাচ্ছিলেন।
লরির ধাক্কায় মিলাল ও তাঁর স্ত্রী হবিগঞ্জের মরহুম এডঃ গোলাম রহমান চৌধুরীর মেয়ে মুন্না গাড়ির বাইরে ছিটকে পড়েন। ডাঃ মিলাল ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। গুরুতর আহত স্ত্রী মুন্নাকে নিকটস্থ স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ির অন্যান্য আরোহী সকলকেই হাসপাতালে নেওয়া হয় শুশ্রূষার জন্য। তাদের আঘাত গুরুতর নয়।
আশা করা যাচ্ছে যে, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের নামাজে জানাজা কানেক্টিকাটে অনুষ্টিত হইবে। সেখানেই তাঁকে দাফন করা হইবে।