নবীগঞ্জে ৮ মাদক সেবনকারীকে আটক
Published On Oct 07, 2021
নবীগঞ্জ উপজেলার চরগাও এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথ ভাবে অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে ৮ জনকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন। ইউএনও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও যে কোন আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে উপজেলাব্যাপী উটতি বয়সী তরুণদের মধ্যে নেশার প্রসার ঘটছে।