মিসেস সুফিয়া কাসেমের পরলোকগমন।

Published On Apr 24, 2022

 

নিরাময় অযোগ্য রোগ ভোগ অন্তে গতকাল শনিবার ২৩ শে এপ্রিল দুপুর ৩:২৫ মিনিটে মিসেস সুফিয়া কাসেম (৬৭)নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

হবিগঞ্জ সদরের রিচি গ্রামের নিউ ইয়র্ক প্রবাসী, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি ও মুক্তিযোদ্ধা জনাব কাসেম আলীর সহধর্মিণী, ৩ মেয়ের মাতা ও ৩ নাতনীর দাদি, সদালাপী, সদাহাস্যোজ্জল মিসেস কাসেমের নামাজে জানাজা আজ রবিবার ব্রনক্সের পার্কচেষ্টার জামে মসজিদে ( 1203 Virginia Ave, Bronx, NY 10472) বাদ জোহর ১:৩০মিনিটে অনুষ্টিত হবে। জানাজা শেষে মরহুমাকে নিউজার্সির " Jersey State Memorial Park Cemetary, 13 Conovar Rd, Millstone, NJ 08535" কবরস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ।

যারা তাঁকে চিনতেন, তাদের কাছে পরিবারের পক্ষ থেকে ক্ষমা ও দোয়া চাওয়া হয়েছে এবং জানাজা ও দাফনে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।