মেধাবী শিক্ষার্থী নয়ন চক্রবর্তীর আত্মহত্যা

Published On Dec 04, 2021

হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকায় এইচএসসি পরীক্ষা মনোপুত না হওয়ায় ক্ষোভে-অভিমানে নয়ন চক্রবর্তী (১৯) নামে এক মেধাবী পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃত নয়ন চক্রবর্তী ৩নং ওয়ার্ডের নোয়াহাটি এলাকার অজিত চক্রবর্তীর ছেলে। সে হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রী কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নয়ন চক্রবর্তী নামে ওই যুবক নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সকাল পেরিয়ে দুপুর হলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে নয়নের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে স্বজনরা। এসময় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, প্রাথমিক ভাবে জানা গেছে নয়ন এইচএসসি পরীক্ষার্থী ছিল। ২ ডিসেম্বর সে প্রথম পরীক্ষা দিয়েছে। তার স্বজনরা জানিয়েছে পরীক্ষায় আশানুরুপ না হওয়ায় সে অভিমানে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, শুধু এবিষয়টি নয় পুলিশ আরো অন্যান্য বিষয়টিকে সামনে এনে তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এসএসসি পরীক্ষায়ও নয়নের এ প্লাস ছিল বলে জানা গেছে।