লাখাইয়ের মোঃ আব্দুল কাইয়ুমের কানেকটিকাটে পরলোকগমন

Published On Jul 12, 2021

আমেরিকার কানেকটিকাত অঙ্গরাজ্যের ম্যানচেষ্টার শহরে সপরিবারে বসবাসকারী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগে গত শনিবার সন্ধ্যায় পরলোকগমন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। সন্তানরা সুপ্রতিষ্টিত ও বিবাহিত। 

অত্যন্ত সদালাপী জনাব কাইয়ুম সকলের খুবই প্রিয়পাত্র ছিলেন। দিলখোলা, হাসিমুখ ও হতাশাবিহীন জনাব কাইয়ুম অনেক বন্ধুবান্ধব রেখে গেছেন।

গত রোববার ম্যানচেস্টারের বাইতুল মামুর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যে মসজিদের প্রতিষ্ঠাকালীন উদ্দ্যুক্তাদের একজন ছিলেন মরহুম কাইয়ুম। একি দিন কাছের এনফিল্ড শহরের মুসলিম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

পরিবারের পক্ষ থেকে মরহুম কাইয়ুমের জন্য দোয়া  চাওয়া হয়েছে এবং মরহুমের জীবনে বাংলাদেশে ও বিদেশে যাদের সংশ্রবে এসেছিলেন তাদের সবার কাছে ক্ষমা চাওয়া হয়েছে।