কেন? হবিগঞ্জের ইটভাটার তালিকা দিতে ৩ মাস সময় চায় পরিবেশ অধিদপ্তর

Published On Dec 02, 2021


হবিগঞ্জ জেলার বৈধ, অবৈধ ও নিয়মনীতি না মেনে পরিচালিত ইটভাটার তালিকা করে প্রতিবেদন জমা দিতে ৩ মাসের সময় চেয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ৩০ নভেম্বর আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মিজানুর  রহমান। আবেদনে তিনি উল্লেখ করেন, পরিবেশ
অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে অনুমোদিত জনবল ১৪ জন থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৩জন। নেই কোন সরকারি গাড়ি। এছাড়াও কোভিড-১৯, জনবল সংকট এবং সরকারি গাড়ি না থাকায় উপজেলা ওয়ারী ইটভাটার তথ্য পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে সংরক্ষিত নেই। নানান সীমাবদ্ধতার কারণে আদালতের বেধে দেয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব নয়। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় সরেজমিনে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দিতে ৩ মাস সময় প্রয়োজন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর হবিগঞ্জ পরিবেশ আদালতের জ্যেষ্ঠ বিচারক পবন চন্দ্র বর্মণ স্বপ্রনোদিত হয়ে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালককে সরেজমিনে তদন্ত করে ২ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন।

Bangladesh tears down brick kilns to fight toxic smog

১৪ জনবলের মাত্র ৩ জন কাজে থাকার পরে ও কেন ইট ভাটার কোন তালিকাই পরিবেশ অধিদপ্তরে তৈরী নেই,  তার কোন ব্যাখ্যা আদালত কিংবা মিডিয়া জানতে পারেনি। অথচ তিন জন কাজ করলে তালিকার অন্তত ২৫ ভাগ কাজ তৈরী থাকার কথা?