হজের আবেদন বন্ধ করলো সৌদি আরব
Published On Jun 25, 2021
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই বছর হজের আবেদন বন্ধ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।বিবৃতিতে বলা হয়, শুক্রবার থেকে আবেদনের যাচাই-বাছাই ও রেজিস্ট্রেশনের কাজ করা হবে। এই বছর মোট পাঁচ লাখ ৫৮ হাজার দুই শ' ৭০ জন হজের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৫৯ ভাগ পুরুষ ও ৪১ ভাগ নারী।
আবেদনকারীদের মধ্যে তিন ভাগের বয়স ২০ বছরের নিচে। এছাড়া হজের জন্য ২৬ ভাগ আবেদনকারী ২১-৩০ বছর বয়সী, ৩৮ ভাগ ৩১-৪০ বছর বয়সী, ২০ ভাগ ৪১-৫০ বছর বয়সী, ১১ ভাগ ৫১-৬০ বছর বয়সী এবং দুই ভাগের বয়স ৬০ বছরের উপরে বলে জানায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের অনুমতি পাচ্ছেন না। সৌদি হজ মন্ত্রণালয়ের সূত্রানুসারে, ১৫ থেকে ৬৫ বছর বয়সী দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে মাত্র ৬০ হাজার ব্যক্তি এই বছর হজের অনুমতি পাবেন।
সূত্র : আল-আরাবিয়া
Courtesy: যাযাদি