হবিগঞ্জে করোনা শনাক্তের হার ৩৯.০২ শতাংশ ॥ আরো ১৬ জন শনাক্ত

Published On Jun 24, 2021

জাকারিয়া চৌধুরী ॥

 সারা দেশের ন্যায় হবিগঞ্জেও বেড়ে চলেছে করোনা শনাক্তের হার। গত কয়েকদিন যাবত নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েই চলেছে। আর এতে করেই নতুন করে আবারো দেখা দিয়েছে শঙ্কা। তাই এখনই সকলকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জেলা স্বাস্থ্যবিভাগের। এছাড়াও প্রশাসনিক ব্যবস্থাও জোরধার করার আহব্বান সচেতন মহলের। আর তা না হলে আবারো ভয়াবহ

রুপ নিতে পারে করোনা। এদিকে গতকাল বুধবার রাতে আসা রিপোর্টে নতুন করে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শানাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৫ জন ও বাহুবল উপজেলার ১ জন। নতুন শনাক্তসহ জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২৬১৮ জন, সুস্থ হয়েছেন ২০৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। শনাক্তের হার ৩৯.০২%। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল জানান, করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি মাস্ক পরিধান করতে হবে।

সৌজন্যেঃ  দৈনিক হবিগঞ্জ সমাচার