হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোডে দুটি বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা

Published On Nov 25, 2021

হবিগঞ্জ লাখাই রোডের কোর্ট স্টেশন এলাকায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে দুইটি বেকারীর মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাবন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করেন। সহকারী পরিচালক দেবাবন্দ সিনহা জানান, অভিযানকালে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও অনুমোদন বিহীন রং ব্যবহার, পণ্যের গায়ে মেয়াদ মূল্য না থাকার কারণে আমেনা বেকারীকে ৮ হাজার ও রেশমি ফুডকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকে সহযোগীতা করেন হবিগঞ্জ স্যানিটারী ইন্সপেক্টর ও র‌্যাব সদস্যরা।