হবিগঞ্জ শহরের গার্নিংপার্কে আগুনে পুড়ে ছাই ১০টি বাসা, ব্যাপক ক্ষয়ক্ষতি

Published On Feb 16, 2022

 

                                  Bangladesh Fire Service and Civil Defence Logo [ Download - Logo - icon ]  png svg

 

 হবিগঞ্জ শহরের গার্ণিংপার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ টি বাসা-বাড়ির মালামালসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হয়েছে ব্যাপক ক্ষয়-ক্ষতি। যদিও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে গার্ণিংপার্ক এলাকার মোস্তফা মিয়ার একটি ঘরে আগুণের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। এসময় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রফি’র নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রফি জানান, ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নাকি মাটির চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখবে ফায়ার সার্ভিস।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সৌজন্যেঃ মোঃ তৌহিদ মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচার