হবিগঞ্জ জেলায় ইজি বাইক প্রদান করবে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি

Published On Apr 16, 2021

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইঞ্চ হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলায় গরিব রিকশা চালকদের মাঝে ইজি বাইক বিতরণ করবে। সম্প্রতি সংগঠনের অন্যতম উপদেষ্টা সুমন মাহবুব সৈয়দ হবিগঞ্জ সফর কালে কার্যকরী পরিষদের উদ্যোগে সংগৃহীত দানশীল ব্যক্তিদের দানে একজন চালককে একটি ইজি বাইক প্রদান করেন। তিনি বুঝতে পারেন যে, একতা পরিবারকে এককালীন কিছু টাকা না দিয়ে এই রকম ভাবে কিছু ইজি বাইক কিনে দিলে প্রাপকের পরিবারের একটি আয়ের পথ হতে পারে। তা ছাড়া তাদেরকে একটি ব্যাঙ্ক আকাউন্ত খুলে দিলে তারা তাতে সপ্তাহিক কিম্বা মাসিক হিসাবে কিছু টাকা তাকে জমা দিলে, সেই টাকা থেকেই আরও ইজি বাইক কেনা সম্ভব হবে। 

এতে শ্রম ওঁ পরিবেশের উন্নতির পাশাপাশি একেকটা পরিবার সচ্ছলতার পথ দেখতে পারে। 

এই লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংঘটনের সাথে সম্পৃক্ত সকলকে এ ব্যপারে এগিয়ে আসার জন্য সবিশেষ অণুরোধ জানানো হছে।  প্রকল্পটি বাস্তবায়িত করতে দানশীলদের সাদাকা, যাকাত, ফিৎরা ইত্যাদি প্রদানে সবিনয় অণুরোধ জানানো হচ্ছে।