হবিগঞ্জ জেলার টানা ৩য় জয়

Published On Apr 10, 2022

৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার-২ এর খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে হবিগঞ্জ জেলা। ময়মনসিংহ স্টেডিয়ামে গতকাল শনিবার হবিগঞ্জ জেলা ৫ উইকেটের ব্যবধানে কক্সবাজার জেলাকে পরাজিত করে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে টানা তিন জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা শক্তিশালী
দলগুলোকে নিয়ে গঠিত টায়ার-১ এ খেলার যোগ্যতা অর্জন করে। গতকাল শনিবার টসে জয়লাভ করে কক্সবাজার জেলা প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ২৩ ওভারে ১৫২ রানে অল আউট করে। হবিগঞ্জ বোলার মিটু ২১ রানে ৫ উইকেট লাভ করে। হবিগঞ্জ জেলা টিম ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে হবিগঞ্জের পক্ষে সাহিদুর ৩৮ ও অধিনায়ক সাইদুর অপরাজিত ৪২ রান করেন। এই জয়ে হবিগঞ্জ জেলা আগামিতে টায়ার-১ এ খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে ৩ এপ্রিল সুনামগঞ্জ জেলাকে ২ উইকেটে পরাজিত করেছিল হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ দলের এই সফলতায় সকল খেলোয়াড় ও অফিসিয়ালকে ধন্যবাদ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম।