হবিগঞ্জ জেলা সমিতির স্বাধীনতা দিবস উদযাপন

Published On Jul 06, 2021

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি আমেরিকার ২৪৪ বর্ষপূর্তি উদযাপন করেছে। গতকাল ৪ঠা জুলাই ব্রনক্স, নিউইয়র্কে সারাদিনব্যাপি বারবিকিউ/ব্লক পার্টি অনুষ্ঠিত হয়।  এতে সম্প্রতি সিটি কাউঞ্চিল নির্বাচনে অংশগ্রহণকারী মোহাম্মদ এন মজুমদার, এলাকার কালো ও হিস্পানিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার দাবার চলে। ছোট ছোট ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। 

সংগটনের সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, সংগটনের এই আনুষ্টানিকতা প্রতিবছর চালু থাকবে। তাছাড়া অতি স্বত্বর মূলধারায় স্বেচ্ছাসেবা প্রদান ও সকল খেটে খাওয়া সকল ভাষাভাষী মানুষের জন্য অনুষ্টান আয়োজনের প্রক্রিয়া চলছে। তিনি গত রমজানে ইজি বাইকের জন্য সংগৃহীত টাকা যারা দান করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আশা করেন যে, সকলের দানে দেশে বিদেশে সেবামূলক কাজে সংগটন কাজ করে যাবে। 

সহ সভাপতি মোঃ নাসের মিয়া সেবামূলক এই সংগটনের কাজকর্মে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।