হবিগঞ্জ জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

Published On Apr 13, 2022

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল ১০ এপ্রিল ব্রনক্সের এক পার্টি হলে অনুষ্টিত হয়েছে। ভাব গম্ভীর পরিবাশে অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন আহবায়ক ও প্রবীণ প্রবাসী আদবুল বাছির খান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা মুবেদ উদ্দিন শফিক চৌধুরী, সর্ব পরিচিত মুরব্বী সৈয়দ কামাল উদ্দিন আহমদ, সাবেক প্রফেসর সালেহ এ খান ও সংগটনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নোমান। 

ইফতার পূর্ব আলোচনায় সংগটনের জনহিতকর কার্যক্রমের প্রশংসা করা হয়। বিশেষভাবে করোনাকালীন সময়ে প্রায় ১৭ লক্ষ টাকার সহযোগিতা প্রদান সংগটনের ভাবমূর্তি উজ্জলতর করেছে। সাম্প্রতিক সময়ে দেওয়া ইজি বাইক প্রোগ্রাম অব্যাহত রাখতে সদিচ্ছা প্রকাশ করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এই রমজানে আরো দুটি প্রোগ্রাম চালু করা হয়েছে। হবিগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিশু পার্ক নির্মাণ ও গ্রামীণ জনপদে সৌর বৈদ্যুতিক আলো স্থাপন করে দেওয়ার জন্য সহানুভূতিশীল হবিগঞ্জ প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। 

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামের প্রয়াত মা বাবার ইসালে সওয়াবের জন্য বিশেষ দোয়া অনুষ্টিত হয়। মোঃ কামরুল ইসলাম ছিলেন দোয়া ও ইফতার মাহফিলের স্পন্সর।

কোরান তেলাওয়াত ও রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন শাব্বির কাজি আহমেদ ও দোয়া পরিচালনা করেন সৈয়দ কামাল উদ্দিন আহমেদ।