হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন সুসম্পন্ন

Published On Jul 04, 2021

গত রোববার, ২৭ শে জুন ২০২১ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠিত সারা দিনের অনুষ্ঠানে ছিল প্রাণচাঞ্চল্য, সহযোগিতা ও সহমর্মিতা। ট্রাই ষ্টেটের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর হবিগঞ্জ প্রবাসী অংশগ্রহণ করেন। এতে ছিল বিভিন্ন প্রকারের খেলাধুলা, মধ্যাহ্নভোজন ও শিল্পী শেফালির জনপ্রিয় গানের অনুষ্ঠান। ছোট বড় অনেকেই নেচে গেয়ে আনন্দ করেছেন। করেছেন স্মৃতি রোমন্থন। এম এ আজিজের আহবানে ও সচিব কামরুল ইসলামের নিপুণ ব্যবস্থাপনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এম নোমান ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলামের সহযোগিতায় সুসম্পন্ন অনুষ্ঠানে সর্বক্ষণ পাশে ছিলেন সঙ্গটনের অন্যান্য কর্মকর্তা। করোনার কারণে ২০২০ ইংরেজিতে বনভোজন অনুষ্ঠিত হয় নাই। এবার তাই নিউইয়র্কের নিয়ম কানুন মেনে যারা করোনার টিকা নিয়েছেন তাদের নিয়ে এই বনভোজন অনুষ্ঠিত হয়। সংগটনের দুজন নূতন উপদেষ্টা শফিক চৌধুরি ও মোয়াজ্জেম চৌধুরি অনুপ্রেরনাদায়ক বক্তব্য রাখেন। সবশেষে পুরষ্কার বিতরণ ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।