আজ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বাৎসরিক বনভোজন

Published On Jun 21, 2021

এক বৎসর করোনা বিরতি দিয়ে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন। আজ robibar নিউ ইয়র্ক সিটির Ferry Point Park এর Picnic/BBQ area #2 এ এই বনভোজন অনুষ্ঠিত হইবে। এতে প্রবাসী হবিগঞ্জবাসী আনন্দিত। আবহাওয়া চমৎকার থাকায় একটি আনন্দঘন বনভোজন আশা করা হচ্ছে। মনোরম পরিবেশে হোয়াইট স্টোন ব্রিজের পাশে নদী পাড়ে, পশ্চিমে নিউইয়র্ক শহরের আকাশচুম্বী অট্টালিকার পিছনে সূর্যাস্ত একটি অতি মনোরম দৃশ্য। 

এবারের বনভোজন ও মিলনমেলায় থাকবে ছোট ও বড়দের বিভিন্ন প্রকার খেলাধুলা, সুস্বাদু খাবার, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার। 

এতে অংশগ্রহণের জন্য আহবায়ক এম এ আজিজ, সদস্য সচিব কামরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এম নোমান ও সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। 

যোগাযোগঃ  Please take Number 6 Subway to "177 Street/Parkchester" Station. Call any number- Aziz 347-293-3394, Kamrul 646-823-8059, Numan 347-286-9732, Samsul 347-653-2011.  You will be picked up from the station. 

নিউ ইয়র্কের যেখানেই থাকুন না কেন, ৬ নম্বর সাবওয়েতে পার্কচেষ্টার স্টাশনে নেমে উল্লেখিত যে কোন নম্বরে ফোন দিন। আপনার পরিবহন পৌঁছে যাবে।