হবিগঞ্জ জেলা সমিতি ৫টি পরিবারকে ইজি বাইক প্রদান করেছে

Published On May 05, 2022

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের অন্যতম সেবামূলক সংঘটন হবিগঞ্জ জেলা সমিতি জেলার আজমিরিগঞ্জ, বাহুবল, ছুনারুঘাট, হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার দরিদ্র পরিবারে ৫টি ইজি বাইক প্রদান করেছে। ওই পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে সংগটনের পক্ষ থেকে সংগৃহীত সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে এই ইজি বাইক গুলো প্রদান করা হলো। এ ছাড়া একটি পরিবারকে ঘর নির্মাণে অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। 

 

গত ২৮শে এপ্রিল হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্টানিকভাবে ইজি বাইকগুলোর চাবি গ্রহীতাদের হাতে তুলে দেওয়া হয়।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্ব ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক, পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা বিএমএ সাংগটনিক সম্পাদক ও সমাজকর্মী ডাঃ সৈয়দ এম আবরার জাবের, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক পাবেল খান চৌধুরী। এ ছাড়াও আরো অনেক সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্টানে উপস্থিত ছিলেন। অনুষ্টানে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এম নোমান ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলামের লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মোঃ ফযলুর রহমান। 

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু জাহির বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জ জেলার সন্তানরা বিভিন্ন মাধ্যমে হবিগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি দীর্ঘদিন ধরে জেলার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা করোনাকালীন সময়ে ১২শত পরিবারের মাঝে প্রায় ১০ লক্ষ টাকার খাদ্য সহযোগিতা এবং অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন। এছাড়াও হবিগঞ্জ জেলার সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্টানে তাদের বিশেষ অবদান রয়েছে। ধারাবাহিক এই সকল কর্মকাণ্ডের অংশ হিসাবে দুস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেই তারা যানবাহনগুলো উপহার দিয়েছেন। তিনি জানান, হবিগঞ্জ শহরে জায়গা দিলে ঐ সংগটনের পক্ষ থেকে একটি শিশু তৈরী করে দেওয়া হবে। এ নিয়ে তাদের সাথে আরো আলাপ আলোচনা করতে হবে। হবিগঞ্জ পৌরসভার ভিতরে চিলড্রেন পার্ক কিংবা ভিন্ন একটি জায়গা ঠিক করে তাহা বাস্তবায়ন সম্ভব। তিনি এ ধরনের কার্যক্রম গ্রহন করায় সংগটনের কর্মকর্তাদের এবং ডাঃ জাবেরকে সুন্দর ও সঠিকভাবে যানবাহনগুলো প্রদান করায় ধন্যবাদ জানান। 

 

সভায় উপবিষ্ট অন্যান্য বক্তাগণ হবিগঞ্জ জেলা সমিতির ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রমের দ্বারা তারা প্রমাণ করেছেন যে, হবিগঞ্জ জেলার উন্নয়নে তারাও সক্রিয়। সংগটনের মঙ্গল কামনা করে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানানো হয়।