হবিগঞ্জঃ ৪টিতে নৌকা ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী জয়ী

Published On Nov 29, 2021

গতকাল ২৮ শে নভেম্বর অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা ও অপর ৪টিতে স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৪ জন নৌকা মার্কা প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন- রিচি ইউনিয়নে আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়নে এম.এ মোতালিব, রাজিউড়া ইউনিয়নে বদরুল করিম দুলাল ও লস্করপুর ইউনিয়নে মাহবুবুর রহমান হিরু।
বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন, লোকড়া ইউনিয়নে কায়সার রহমান (চশমা), গোপায়া ইউনিয়নে আব্দুল মন্নান (ঘোড়া), নিজামপুর ইউনিয়নে মোঃ তাজ উদ্দিন (আনারস)।  পইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হক সাহেবের ছেলে সৈয়দ মঈনুল হক আরিফ (ঘোড়া) প্রতীকে বিপুল ভোটে পুনরায় বিজয়ী হয়েছেন। ।