এমপি আবু জাহির ও তার সহধর্মিণীর করোনা নেগেটিভ
Published On Jul 12, 2021
হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ও তার সহধর্মিনী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের করোনা নেগেটিভ এসেছে। গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। বিষয়টি এমপি আবু জাহির নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) স্ট্যাটার্সের মাধ্যমে নিশ্চিত করেছেন। এতে তিনি বলেন, ‘মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ও আমার স্ত্রী আলেয়া আক্তারের করোনা ফলোআপ রেজাল্ট নেগেটিভ এসেছে এবং এখন আমরা ঢাকাস্থ বাসায় ফিরে এসেছি’।
এর আগে ২ জুলাই দ্বিতীয় বারের মত করোনা আক্রান্ত হন এমপি আবু জাহির এবং ৩ জুলাই ১ম করোনা আক্রান্ত হন তার সহধর্মিণী আলেয়া জাহির। পরে এমপি আবু জাহির ও তার সহধর্মিণীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।
এদিকে, করোনা সংক্রমণরোধে অপ্রয়োজনীয় কাজে ঘুরাফেরা বন্ধ করা ও মুখে মাস্ক ব্যবহারের আহবান জানিয়েছেন এমপি আবু জাহির। তিনি গতকাল করোনামুক্ত হওয়ার পর তার ব্যাবহৃত ফেসবুক স্ট্যাটার্সে বলেন ‘আপনারা অবগত আছেন যে, আমি ২য় বার ও আমার স্ত্রী ১ম বার করোনা পজেটিভ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম? আমাদের আক্রান্তের সংবাদ জেনে এ সময় আমার প্রাণপ্রিয় নেতাকর্মীসহ এলাকার জনগণের ব্যাপক উদ্বেগ প্রকাশের সাথে সাথে পুরো জেলার বিভিন্ন পাড়ায়, পাড়ায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের নিকট অতি বিনয়ের সাথে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি সকলকে অনুরোধ করি আপনার নিজেকে করোনামুক্ত রাখার প্রয়াসে মুখে মাস্ক পরিধান করুন। অপ্রয়োজনীয় কাজে ঘুরাফেরা বন্ধ করুন এবং ভ্যাকসিন না নিয়ে থাকলে তা গ্রহণ করুন।’
জনপ্রিয় এম পি মহোদয়ের আহবানে সাড়া দিয়ে হবিগঞ্জ সদর ও লাখাইবাসি জনগণ মাস্ক ব্যাবহার ও অপ্রয়োজনীয় মেলামেশা থেকে বিরত থাকবেন বলে আশা সংশ্লিষ্ট সকলের।
মাস্ক পড়ুন। দূরত্ব বজায় রাখুন। পরিবারের বাইরের লোকজনের সাথে মেলামেশা স্থগিত করুন। নিজে বাঁচুন অন্যকে বাঁচান।