ঈদ-উল- আদহা মোবারক উদযাপিত

Published On Jul 21, 2021

সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম আনুষ্ঠানিকতা ঈদ উল আদহা, দুল হিজ্জাহ মাসের ১০, ইংরেজি জুলাই মাসের 20, বাংলা শ্রাবণ মাসের ৫ তারিখে মঙ্গলবারে উদযাপিত হলো। হবিগঞ্জ জেলার প্রবাসীগণ বিভিন্ন দেশে ধর্মীয় বিধিনিষেধ মেনে ঈদ পালন করেছেন। 

আদি পিতা হদ্রত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে কোরবানি করার সর্বোত্তম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনাকে মুসলমানগণ ঈদ-উল-আদহা হিসাবে পালন করেন। তারা বিভিন্ন রকমের প্রিয় পশু কোরবানির মাধ্যমে নিজস্ব মানবিক পশুত্ব থেকে মুক্তি লাভের প্রচেষ্টা করেন। 

আশা যে, সকলের কোরবানি আল্লাহ সোবহানা তা'আলা কবুল করবেন। 

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইঙ্কের সকল কর্মকর্তা ও উপদেষ্টাদের পক্ষ থেকে সকল মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে।