চুনারুঘাটে চাঞ্চল্যকর আকল মিয়া হত্যাকান্ড \ জড়িত সন্দেহে মোশাহিদ ১০ দিনের রিমান্ড আবেদন

Published On Dec 02, 2021

চুনারুঘাটে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাতওয়াল জামাত উপজেলার সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মোশাহিদ ওরফে কালা মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটক মোশাহিদ ওরফে কালা চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের আলোনিয়া এলাকার ছাবু মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করে পিবিআই ইন্সপেক্টর শরীফ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা থেকে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গতকাল বিকেলে আদালতে পাঠানো হয় এবং আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী রবিবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২০১৮ সালের
১ মার্চ আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনা ঘটে। ২ মার্চ শুক্রবার দিবাগত রাতে নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় বাজারের ব্যবসায়ী রঞ্জন পাল, পৌর কাউন্সিলর চন্দনা গ্রামের কুতুব আলী ও শহরের মধ্যবাজারের মা ভেরাইটিজ স্টোরের মালিক জসিম উদ্দিন শামীম এবং আমকান্দি গ্রামের সুমন মিয়াকে আসামী করা হয়েছে। সুত্র জানায়, হত্যা মামলায় এপর্যন্ত মোশাহিদ ছাড়াও চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল, কাউন্সিলর কুতুব উদ্দিন,  শামীম, সিএনজি চালক জসিম, সুমনকে গ্রেফতার করা হয়েছিল তারা জামিনে রয়েছেন। এর মধ্যে ব্যবসায়ী রঞ্জন পাল পলাতক ও কাউন্সিলর কুতুব উদ্দিন কারাগারে মারা যান। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্ত করছে হবিগঞ্জ পিবিআই।