বানিয়াচংয়ের প্রবীন শিক্ষক আলহাজ্ব ওমর আলী মাস্টার আর নেই

Published On Jul 12, 2021

বানিয়াচংয়ের প্রবীন শিক্ষক ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব আলহাজ্ব ওমর আলী মাস্টার (৯০) আর নেই। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাপাশা নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৫ ছেলে ও ৪ মেয়েসহ দেশে বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১১টায় যাত্রাপাশা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আলহাজ্ব ওমর আলী মাস্টার ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের একজন আদর্শ প্রধান শিক্ষক। শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করেন গ্রাম্য পঞ্চায়েতে। তিনি ছিলেন যাত্রাপাশা ছান্দের সাবেক ভারপ্রাপ্ত সর্দার। তাঁর বহু ছাত্র-ছাত্রী রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।