বাংলাবাজার-গোপলার বাজার সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী
Published On Jun 27, 2021
নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার-গোপলার বাজার সড়কের পুর্নবাসন কাজের শুভ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে বাংলা বাজার-গোপলার বাজার সড়কের ৫.৩ কিলোমিটার পুর্নবাসন কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল করীম, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, আওয়ামীলীগ নেতা ইসন্দর মিয়া, শ্যামল পাল, যুবলীগ নেতা খরসু আহমেদ, শংকর পাল,ছাত্রলীগ নেতা নুরুল আমিন রিয়ানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।