বাহুবলে প্রবাসীকে কুপিয়ে হত্যা
Published On Jul 12, 2021
পুকুরের জায়গা নিয়ে বিরোধ। সালিশ-বৈঠকের মাধ্যমে সেই বিরোধ নিষ্পত্তি করেন গ্রামের মুরব্বিরা। কিন্তু তারা চলে যাওয়ার পরপরই খুন হন প্রবাসী যুবককে। বাহুবল উপজেলার মিরের পাড়া গ্রামে গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মৃতের নাম ফয়সল মিয়া। ৩০ বছরের ফয়সল কুয়েত প্রবাসী। তিনি মিরের পাড়া গ্রামের মৃত শাহ মুজাম্মিল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিবেশী খুর্শেদ আলীর ছেলে মোতাহির ও মোশাহিদ মিয়াদের সঙ্গে একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলছিল ফয়সল মিয়ার। তা নিষ্পত্তির জন্য রোববার দুপুরে সালিশে বসেন গ্রামের মুরব্বিরা। বৈঠকে মুরব্বিরা সীমানা নির্ধারণ করে দিয়ে যান।
তারা চলে যাওয়ার পরপর ফয়সল মিয়া নিজের সীমানায় খুঁটি বসাতে গেলে তার ওপর হামলা হয়। এ সময় ফয়সলকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, ফয়সল মিয়া দীর্ঘদিন কুয়েত থাকার পর বছর দেড়েক আগে দেশে ফিরে বিয়ে করেন। তার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্বা।
বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ বাহুবল থানায় আছে। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।