আমজাদ-তফছির-খালেদ ও জাহাঙ্গীরের মনোনয়ন লড়াই
Published On Oct 07, 2021

জমে উঠেছে আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণায় নেমেছেন সম্ভাব্য ৫ জন চেয়ারম্যান প্রার্থী।
ইতিমধ্যে তাদের সভা-সমাবেশ, মিছিল ও প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রæতি।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদ হোসেন চৌধুরী ও উপজেলা যুবলীগের সদস্য শেখ মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও আওয়ামী ঘরনার নলিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবেন বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন তালুকদার গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন। আর নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া। এছাড়া আওয়ামী লীগ নেতা নলিউর রহমানও গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে পরাজিত হন।
এদিকে, প্রচারণার পাশাপাশি দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ইতিমধ্যে তারা জেলায় এবং কেন্দ্রে চালাচ্ছেন জোরলবিং। কে হচ্ছেন নৌকার কান্ডারী এ নিয়ে চলছে মূল আলোচনা।
জানা যায়, ইতিমধ্যেই শিবপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা হলেন, সাবেক চেয়ারম্যান তফছির মিয়া, বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন তালুকদার, খালেদ হোসেন চৌধুরী ও মোঃ জাহাঙ্গীর আলম।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর, বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিস্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।