আমেরিকা প্রবাসী এ্যাডভোকেট নাসির উদ্দিনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ
Published On Feb 12, 2022
বাংলাদেশ ল সোসাইটি ইউ.এস.এ (ইন্ক) এর সভাপতি ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ২০ প্রেসিডেন্ট এ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় লাখাই উপজেলার বেগুনাই, মাদনা, মীরপুর, মকসুদপুর, ফরিদপুর ও কাটাইয়া গ্রামের ২ শত ৫০ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ ফজলুল হক খান, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান, বিশিষ্ট মুরুব্বি মোস্তু মিয়া তালুকদার, ইকবাল হোসেন অরুণ, ফরিদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি নওয়াব আলী, আব্দুল ওয়াহাব, নুরুল আমীন প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবুল খায়ের অপু।